•বৃহত্তর ময়মনসিংহের গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রুপান্তরের মাধ্যমে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করে তাদের দারিদ্র্য বিমোচন, প্রয়োজনীয় গবেষণা ,প্রায়োগিক গবেষণা, প্রশিক্ষণ ও পরামর্শ সেবার নিমিত্ব শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকল্পে ৩ আশ্বিন, ১৪৩০ মোতাবেক ১৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ২০২৩ সনের ২৭ নং আইন প্রণীত হয় এবং বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়।
•প্রধান কার্যালয়—(১) একাডেমির প্রধান কার্যালয় জামালপুর জেলার মেলান্দহ উপজেলা।
•গবেষণা এলাকা—একাডেমির গবেষণা এলাকা হইবে সমগ্র বাংলাদেশ।
•বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর টেকসই জীবনযাত্রার মানন্নোয়নে বার্ড কুমিল্লা/আরডিএ, বগুড়া’র আদলে প্রশিক্ষণ, গবেষণা, প্রায়োগিক গবেষণা ও পরামর্শ সেবার মাধ্যমে এ অঞ্চরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। সুনিদিষ্ট উদ্দেশ্যবলী:
•ক) বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অনগ্রসর দরিদ্র্য (জামালপুর জেলার দারিদ্র্যের হার ৫২.৫০% এবং হত দরিদ্র্যের হার ৪৬.১০% সূত্র বিবিএস ২০১৭) জনগোষ্ঠীকে (প্রতিবছর ন্যুনতম ৫০০ জনকে ৩০% নারীসহ) প্রশিক্ষিত করে দক্ষ জনশক্তিতে রুপান্তর করে উন্নয়নের মূল স্রোতধারায় এনে দারিদ্র হ্রাস করা;
•খ) পল্লী উন্নয়ন সম্পর্কীত সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণে গবেষণা (কমপক্ষে ০৫টি) ও প্রয়োগিক গবেষণা (কমপক্ষে ০২টি) পরিচালনার মাধ্যমে টেকসই মডেল ও প্রযুক্তি উন্নয়ন এবং সম্প্রসারণ করা;
•গ) সরকার ও অন্যান্য সংস্থাকে পল্লী উন্নয়ন সম্পর্কীত বিভিন্ন বিষয়ে উপদেশ ও পরামর্শ সেবা প্রদান করা; এবং
•ঘ) পল্লী উন্নয়নে নিয়োজিত বিভাগীয় পর্যায়ে সরকারী, বে-সরকারী কর্মচারী ও জনপ্রতিনিধিবৃন্দের (প্রতিবছর এক পঞ্চমাংশ জনপ্রতিনিধিসহ) দক্ষতা উন্নয়ন করা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস